মিল্টন সেন,হুগলি : প্রকাশ্যে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের ঘটনায় উত্তাল চন্দননগর। মৃতের নাম শেখ নজরুল হোসেন, বয়স ৪২। বাড়ি চন্দননগর বেশোহাটা এলাকায়। অভিযুক্ত ফুল ব্যবসায়ী শানু চ্যাটার্জি ওরফে ভোলাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ৮ টা নাগাদ চন্দননগর হরিজন পল্লি স্বাগতম লজের সামনে। এদিন চোর সন্দেহে শেখ নজরুলকে মারধর শুরু করে ফুল ব্যবসায়ী ভোলা। অভিযোগ, তার বুকে ও পেটে লাথি মারা হয়। ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে রাস্তার ধারে পড়ে থাকে নজরুল। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দননগর থানার পুলিশ। আসেন ডিসি চন্দননগর ঈশানী পালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। কি কারনে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ডিসি চন্দননগর ঈশানী পাল বলেন, ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।